. Mobile Tips ~ সফ্টওয়ার মেলা

Mobile Tips



মোবাইল ব্যবহারের টুকিটাকি


সাধারনত আমরা বেশির ভাগ মোবাইন ব্যবহারকারী মোবাইলের যত্ন নেইনা।বেশির ভাগ ক্ষেত্থে লু ভোল্টেজ এর কারনে মোবাইল নস্ট হয়।মোবাইল লু ব্যটারির সংকেত দেয়ার পর আমরা মোবাইল চালাতে থাকি এটা মোটেও ঠিক নয়।লু ব্যাটারির সংকেত দেয়ার সাথে সাথে সেট অফ করে দেয়া বা চারজে দিতে হবে।আর পানি হল মোবাইলের জন্য এসিড এর মত,মোবাইলে পানি পরলে অথবা পানি মোবাইলে পরলে সাথে সাথে ব্যাটারি খুলে ফেলতে হবে এবং ভালো একজন টেকনিশিয়ান এর কাছে নিয়ে গিয়ে সারভিসিং করাতে হবে।আমরা অনেকে করি কি সেট টা পানি থেকে তুলে একটু ঝাকিয়ে বা রোদে দিয়ে পানি শুকানোর চেস্টা করি এটা মোটেও ঠিক নয়।মোবাইলের ভিতরে পানি ঢুকলে আপনি কোনোভাবে সেট সারভিসিং করা ছাডা সারকিট এর পানি শুকাতে পারবেন না।অনকে রোদে শুকিয়ে বা ঝাকিয়ে টাকিয়ে দেখে সেট অন হয়েছে এবং অবস্তায় চালাতে থাকে শেষে কয়দিন চলার পরে ফোনটা চিরতরে নস্ট হয়ে যাই।

নোকিয়া সেট ভাইরাস ঢুকলে কি করবেন?
প্রথমে সিম আর মেমোরি কারড খুলে নিন তারপর সেট অন করে টাইপ করুন *#৭৩৭০# তখন একটা কনফারমেশন মেসেজ আসবে আপনি ইয়েস ক্লিক করে সেট এর সিকিয়ুরিটি কোড টা টাইপ করে ওকে দিন তখন আপনার সেট টা ফেকটরি ডিফল্ট হয়ে জাবে এবং ভাইরাস চলে যাবে।
আর যদি সিকিয়ুরিটি কোড জানা না থাকে তখন কিন্তু এটা কাজ করবেনা তখন ফোনটা অফ করে সিম আর মেমোরি খুলে ফেলুন এবং ব্যাটারি লাগিয়ে *++গ্রিন বাটন বা কল বাটন একসাথে তিনটা বাটন চেপে ধরে পাওয়ার বাটন ক্লিক করুন,পাওয়ার বাটন ক্লিক করে ছেডে দিন কিন্তু টা বাটন একসাথে চেপে ধরে রাখুন যতক্ষন না আপনার সেট পুরোপুরি অন হয়।সেট পুরোপুরি অন হওয়ার পরে কাওন্ট্রি সিলেক্ট করুন এতে আপনার ফোন পুরোপুরি ফেক্টরি ডিফল্ট হয়ে যাবে ভাইরাস চলে যাবে।

সামসং সেট ফোন কোড ভুলে গেলে।
সিমটা খুলে সেট অন করুন এবং টাইপ করুন *২৭৬৭*২৮৭৮# অথবা *২৭৬৭*৩৮৫৫# তারপর একটু ওয়েট করুন একটু পরে আপনার সেট অটো রিয়েস্টারট হবে আবং কোড চলে যাবে।

Imran Su-mon



মোবাইলের জন্য দাবা GAMES

এখানে ক্লিক http://www.anupom.com/index.php/component/content/article/14-sample-data-articles/124-chess করে ডাউনলোড করুন
GAMES টি সকল Java এবং jar supported Mobileএর জন্য






1 comments :

 

Copyright © 2011-2014 সফ্টওয়ার মেলা .