. Pendrive Background Photo ~ সফ্টওয়ার মেলা

Pendrive Background Photo






উইন্ডোজ অপারেটিং সিস্টেমে পেনড্রাইভ যে উইন্ডোতে খুলবে, আপনি চাইলে সেটার পটভূমিতে নিজের পছন্দমতো ছবি সাজিয়ে রাখতে পারেন। জন্য নোটপ্যাডে নিচের সংকেত হুবহু লিখতে হবে।
[ExtShellFolderViews]
{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
Attributes=1
IconArea_Image= imagename
এখানে imagename- জায়গায় যে ছবি ব্যবহার করবেন তার নাম লিখুন, যেমন abc.jpg এবার এই নোটটি desktop.ini নামে সেভ করুন। এখন desktop.ini ফাইল এবং আপনার পটভূমির ছবিটি পেনডরাইভে ঢোকান। এবার পেনড্রাইভ রিফ্রেশ করুন অথবা পেনড্রাইভ খুলে পুনরায় পিসিতে সংযোগ লাগালেই ব্যাকগ্রাউন্ডে আপনার ছবি দেখতে পারবেন।
Imran Su-mon

Trusty Mart Bangladesh

পস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা যদি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি তাহলে আমরা ধন্য, আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন আসা করি,ভাল থাকবেন আমাদের পাশে থাকবেন...

0 comments :

Post a Comment

 

Copyright © 2011-2014 সফ্টওয়ার মেলা .