গ্রামীণফোন
লিমিটেড-এর নতুন ডিজুস প্রাইস প্ল্যান তৈরি হয়েছে শুধুমাত্র
তরূণ-তরূণীদের জন্য। আর তাই এই প্রাইস প্ল্যানে আছে তাদের প্রয়োজনের
সবকিছু - কমিউনিটি, F&F ও নাইট টাইম।
এই
প্যাকেজে আছে দিন-রাত ২৪ ঘন্টা নিজের কমিউনিটির সাথে (ডিজুস-ডিজুস) প্রতি
মিনিট মাত্র ৬০ পয়সায় কথা বলার স্বাধীনতা। এছাড়াও তিনটি গ্রামীণফোন
নম্বরের সাথে F&F সুবিধাও উপভোগ করা যায় প্রতি ১০ সেকেন্ড মাত্র ১০
পয়সা রেটে।
এছাড়াও অফ-পিক
আওয়ারে এই প্যাকেজে যেকোন গ্রামীণফোন বা অন্য অপারেটর নম্বরে কথা বলা যায়
প্রতি ১০ সেকেন্ড মাত্র ২০ পয়সা রেটে। আর যারা এসএমএস ও এমএমএস করতে
সাচ্ছন্দ্য বোধ করেন, তাদের জন্য আছে মাত্র ৪৯ পয়সায় এসএমএস
(ডিজুস-ডিজুস) ও মাত্র ৫০ পয়সায় এমএমএস (ডিজুস-ডিজুস) উপভোগ করার সুবিধা।
নতুন ডিজুসে মাইগ্রেট করার জন্য D টাইপ করে পাঠিয়ে দাও 4444 নম্বরে।
এখন
১০ সেকেন্ড পাল্সসহ স্পেশাল আওয়ারে সব গ্রামীণফোন গ্রাহকদের সাথে কথা
বলুন মাত্র ১১ পয়সা ও ১৫ পয়সা প্রতি ১০ সেকেন্ড রেটে এবং সেই সাথে ৩টি
F&F নম্বরে প্রতি ১০ সেকেন্ড ১০ পয়সা রেটে।৩ টি FnF।কোনরকম চার্জ
ছাড়াই সহজ, আপন, বন্ধু, স্পন্দন ও ডিজুস থেকে স্মাইলে মাইগ্রেট করতে
পারবেন।স্মাইল গ্রাহকরাও অন্যান্য প্যাকেজ এ মাইগ্রেট করতে পারবেন।যেকোনো
মাইগ্রেশনের মেয়াদ ৫ দিন।
এই
প্যাকেজের আওতায় আপনি সারাদিনে ১৬ ঘন্টা (রাত ১২টা - বিকাল ৪টা) যে কোন
গ্রামীণফোন নম্বরে কথা বলতে পারবেন প্রতি ১০ সেকেন্ড মাত্র ১৩ পয়সায়।
বাকী ৮ ঘন্টায় যে কোন গ্রামীণফোন অথবা অন্য অপারেটরের নম্বরে কথা বলা যাবে
প্রতি ১০ সেকেন্ড মাত্র ২১ পয়সা রেটে।
এই
প্যাকেজ ১ সেকেন্ড পাল্স সুবিধা দিয়ে যেকোনো লোকাল নম্বরে (২৪ ঘণ্টা):
মাত্র ২ পয়সা/সেকেন্ড আপনাকে প্রিয়জনদের সাথে কম এবং ফ্ল্যাট রেটে কথা
বলার সুযোগ করে দেয়।
গ্রামীণফোনের
সহজ প্রিপেইড প্যাকেজ, যেখানে আপনি জিপি-সহ যেকোন অপারেটর নম্বরে যেকোন
সময় কথা বলতে পারেন ফ্ল্যাট রেট মাত্র প্রতি ১০ সেকেন্ডে ১৮ পয়সায়।সহজ
প্যাকেজ থেকে নিশ্চিন্ত, বন্ধু, আমন্ত্রণ এবং ডিজুস) মাইগ্রেট করা যাবে।

নিশ্চিন্ত এবং ডিজুসের পাশাপাশি গ্রামীণফোন নিয়ে এলো নতুন এক আকর্ষণীয় স্টার্ট আপ অফার
আমন্ত্রণ। আকর্ষণীয়
আমন্ত্রণ
প্যাকেজটির মাধ্যমে গ্রাহকেরা এখন থেকে অন্য অপারেটরে কথা বলতে পারবে
মাত্র ১১ পয়সা/১০সেকেন্ড (২৪ ঘণ্টা) এবং জিপি-জিপি একটি সুপার F&F এ ৫
পয়সা/১০ সেকেন্ড (২৪ ঘণ্টা)।১টি সুপার F&F (জিপি-জিপি) নম্বরে (২৪
ঘণ্টা): ৫পয়সা/১০ সেকেণ্ড।
সবচেয়ে
বেশি F&F নম্বর নিয়ে গ্রামীণফোন বন্ধু প্যাকেজে প্রিয়জনদের সাথে এখন
কথা বলতে পারছেন খুবই সাশ্রয়ী রেটে। ১০ সেকেন্ড পাল্স সুবিধাসহ, এই
প্রথম বারের মত আপনার বন্ধু প্রিপেইড সংযোগে পাচ্ছেন ১০ টি F&F নম্বর।
গ্রামীণফোন-এর অফারের মধ্যে এটিই এখন একমাত্র প্যাকেজ, যেখানে আপনি যেকোন
একটি জিপি নম্বরে সুপার F&F হিসাবে কথা বলতে পারছেন, প্রতি ১০ সেকেন্ড
মাত্র ৫ পয়সায় । এছাড়া বাকি ৯টি F&F নম্বর বেছে নেয়া যাবে যেকোন
অপারেটরের নম্বর থেকে যেখানে জিপি-জিপি F&F মাত্র ১০ পয়সা প্রতি ১০
সেকেন্ড এবং জিপি-অন্য অপারেটর F&F মাত্র ১০ পয়সা প্রতি ১০ সেকেন্ড।

গ্রামীণফোনের প্রিপেইড প্যাকেজের ডিফল্ট প্রাইস প্ল্যান "নিশ্চিন্ত"। তবে আপনি বন্ধু বা আমন্ত্রণ প্যাকেজেও মাইগ্রেট করতে পারেন।
নিশ্চিন্ত
হচ্ছে গ্রামীণফোনের একটি নতুন আকর্ষণীয় প্রিপেইড প্যাকেজ, যার মাধ্যমে
আপনি ১৫ পয়সা প্রতি ১০ সেকেন্ড কল রেটে যেকোনো লোকাল ভয়েস কল করতে
পারবেন।
নতুন নিশ্চিন্ত মাইগ্রেট করার জন্য N টাইপ করে পাঠিয়ে দাও 4444 নম্বরে।
গ্রামীণফোনের
একটি অনন্য সার্ভিস মাই জোন। এই সার্ভিসের মাধ্যমে গ্রামীণফোনের যেকোন
প্রিপেইড গ্রাহক কলরেটের ওপর সর্বোচ্চ ৮৬% পর্যন্ত ডিসকাউন্ট উপভোগ করতে
পারেন।
সার্ভিসটি বন্ধ করার জন্য গ্রাহক যেকোন সময় *666*9# ডায়াল করে অথবা 9 টাইপ করে 6666 নম্বরে এসএমএস পাঠিয়ে দিয়ে ডি-রেজিস্টার করতে পারেন।
Trusty Mart Bangladesh
পস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা যদি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি তাহলে আমরা ধন্য, আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন আসা করি,ভাল থাকবেন আমাদের পাশে থাকবেন...
0 comments :
Post a Comment