. Blogger এর জন্য দারুন কিছু টেমপ্লেট ~ সফ্টওয়ার মেলা

Blogger এর জন্য দারুন কিছু টেমপ্লেট


বর্তমানে ইন্টারনেট ব্যবহার করে অথচ ব্লগিং করে না এমন লোক খুজে পাওয়া মুশকিল। আপনার ব্লগের সাফল্য যেসকল জিনিসের উপর নির্ভর করে টেমপ্লেট তার মধ্যে একটি। আপনার ব্লগ টেমপ্লেট সুন্দর না হলে ভাল ভিজিটরও পাবেন না। টেমপ্লেট হতে হবে কনটেন্ট এর সাথে মিল রেখে।  নতুবা ভিজিটর আপনার ব্লগটি ভিজিট কবে মজা পাবে না। আবার টেমপ্লেট এর জন্যও আপনার ব্লগটি স্লো হয়ে যেতে পারে তাই যেন তেন টেমপ্লেট ব্রবহার করা উচিত নয়।
তাই আজ আপনাদের জন্য কিছু জনপ্রিয় ও সুন্দর টেমপ্লেট নিয়ে এলাম আপনাদের পছন্দ হলে নিয়ে নিতে পারেন একদম ফ্রিতে :
Google Drive ও Mediafire দুটোতেই আপলোড দিলাম , কারণ আজকাল Mediafire প্রায়ই ফাইল ডিলিট করে দেয়।
live demo

Rating: 4 of 5

Demo | Download Google Drive   ।  Download Mediafire


Night Sky

Demo | Download Google Drive   ।  Download Mediafire
live demo

Trusty Mart Bangladesh

পস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা যদি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি তাহলে আমরা ধন্য, আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন আসা করি,ভাল থাকবেন আমাদের পাশে থাকবেন...

0 comments :

Post a Comment

 

Copyright © 2011-2014 সফ্টওয়ার মেলা .