. iPhone 3GS এ 6.1.2 Upgrade করে নিন সব চেয়ে সহজ আর নিরাপাদ উপায়ে মাত্র 8 ধাপে ~ সফ্টওয়ার মেলা

iPhone 3GS এ 6.1.2 Upgrade করে নিন সব চেয়ে সহজ আর নিরাপাদ উপায়ে মাত্র 8 ধাপে

iPhone 3GS
Iphone 3gs এ 6.1.2 upgrade করে নিন সব চেয়ে সহজ আর নিরাপাদ উপায়ে মাত্র 8 ধাপে
  • Custom iOS 6.1.2  IPSW create,
  • IPSW restore,
  • Jailbrak,
  • Fix NoService Problem

Software যা যা লাগবে

  • iTune (updated)
  • iPhone2_1_6.1.2_10B146_Restore.ipsw
  • Snowbreeze 2.9.14 zip
  • EvasiOn V5
  • Wifi  (only for 5 minites)
কাজটি সম্পন্ন  করতে  ১-২ ঘণ্টা সময় লাগতে পারে তাই হাতে সময়ই নিয়ে তারপর বসবেন  ।

iOS 6.2.1 IPSW Create:

:arrow: ১।   itune দিয়ে খুব ভাল ভাবে  iphone এর backup নিয়ে নিন।
:arrow: ২।  iPhone2_1_6.1.2_10B146_Restore.ipsw এবং snOwbreeze software দুটি desktop এ রেখে নিতে পারেন তাতে সময় বাঁচবে ।  snOwbreeze টি Desktop e রেখে আনজিপ করুন ।

:arrow: ৩।  snOwbreeze ফোলডার অপেন করে sn0wbreeze-v2.9.13.exe এর উপর right mouse ক্লিক করে Administrator এ run করান ।
:arrow: ৪। নিচের চিত্রে মার্ক করা চিহ্নে ক্লিক করুন  ।

:arrow: ৫। এখানে    brows for an IPSW   দেখতে পাবেন। এটাতে ক্লিক করে ডেস্কটপ থেকে iPhone2_1_6.1.2_10B146_Restore.ipsw সিলেক্ট করুন।
:arrow: ৬। তারপর নিচের চিত্রের মত দেখতে পাবেন। যদি আপনার iphone 3gs bootrom চিহ্নিত করুন। এখানে আমি old bootrom টা দেখাচ্ছি অন্য গুলো একই রকম ভাবে করতে হবে।

:arrow: ৭। এর পর expert mode সিলেক্ট করবেন সাবধানতার সাথে  ।  Generel mark করে Aero তে ক্লিক করলে Enable Battery percentage, Active the Iphone [HAKTIVE], Install SSH পাবেন, এ গুলু  mark করে আবার ৩ বার  Aero ক্লিক করুন।

:arrow: ৮। এবার Build IPSW তে মার্ক করে Aero  ক্লিক করলে নিচের চিত্রর মত দেখতে পাবেন। ৫- ১০ মিনিট অপেক্ষা করলে দেখবেন এটা complite হবে। এতক্ষণ খুব ধৈর্য ধরে অপেক্ষা করুন। এ সময় PC তে কোন কাজ না করাতাই ভাল।

:arrow: ৯। snOwbreeze এর instruction টি follow করে আপনার iphone টিকে DFU mode এ নিতে হবে। DFU mode হলেই দেখবেন iREB    run করবে  এবং কিছুক্ষন পর complite দেখাবে।

এভাবে যদি DFU mode এ জেতে না পারেন তবে অন্য একটি pocess follow করুন।
[Device টি সম্পূর্ণ বন্ধ করে নিন। power বাটন ৩ সেকেন্ড চেপে ধরুন,৩ সেকেন্ড পর power বাটন না ছেড়ে একি সাথে home বাটন টি ধরুন আরও  ১০ সেকেন্ড। ১০ সেকেন্ড পর power বাটন ছেড়ে দিন কিন্তু  home বাটন টি  আরও ১৪ সেকেন্ড ধরে রাখুন.]
:arrow: ১০।এখন Desktop এ নতুন IPSW sn0wbreeze_iPhone_3GS-6.1.2-10B146_oldbootrom.ipsw নামে আরেকটি custom IPSW দেখতে পাবেন।

IPSW Restore:

:arrow: ১১।   snOwbreeze বন্ধ করে itune open করুন।
:arrow: ১২।   itune open করলে update এবং restore iphone দেখি।  shift বাটন press করে restore iPhone এ ক্লিক করে snOwbreeze এ বানাোন Custom IPSW  ' sn0wbreeze_iPhone_3GS-6.1.2-10B146_oldbootrom.ipsw'  সিলেক্ট করবেন। তারপর restoreএ ক্লিক করবেন ।  iTune তখন ২০-৩০ মিনিট সময় নিয়ে iSO 6.1.2 iphone এ restore করবে। restart নিয়ে এটা সম্পন্ন হলে আপনার ডিভাইস টি 6.1.2 তে আপডেট হয়ে যাবে। iphoner যাবতীয় terms & conditions গুলো accept করে setup করুন।

তারপর ......

:arrow: ১৩। এবার iphopne টি unpluge করে itune বন্ধ করুন।
No Sim card / no service দেখে ঘাবড়াবেন না। ওটাও সমাধান হবে .......

Jailbreaking

:arrow: ১৪। সে জন্যে jailbrake করতে হবে।এখন evasiOn V5  টা রান করন ।আপনার iphone এবার DFU mode এ নিয়ে connect করে jailbrake এ ক্লিক করুন । মাত্র ১/২ মিনিটেই আপনার iphone 3gs 6.1.2 untethared jailbroken হয়ে যাবে।

NoService Fixing:

ফোন restart হওয়ার  পর WIFI connection লাগবে ৪/৫ মিনিতের জন্য।
:arrow: ১৫। wifi connect করে CYDIA তে ক্লিক করুন। তারপর Search এ ক্লিক করে UltrasnOw install করুন। একি ভাবে    openSSH    install করুন। openSSH intall হলে ফোন Restart চাইবে । restart নেয়ার পর ১/২ মিনিট searching করে network পাবে।
CYDIA    -----> SEARCH --------> OpenSSH   -------> Download and install --------> Reboot   .

Download

সতর্কতা

সম্পূর্ণ টিউন ভালকরে পড়ে বুঝে তার পর কাজ করুন ।
আশা করি অনেকেরই  উপকার হবে ।
মনে সাহস নিয়ে ঝাঁপিয়া পরুন তারপর আমিতো আছিই ...

Trusty Mart Bangladesh

পস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা যদি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি তাহলে আমরা ধন্য, আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন আসা করি,ভাল থাকবেন আমাদের পাশে থাকবেন...

0 comments :

Post a Comment

 

Copyright © 2011-2014 সফ্টওয়ার মেলা .