. Adobe Photoshop Touch (Phone) রিভিউ & ডাউনলোড ~ সফ্টওয়ার মেলা

Adobe Photoshop Touch (Phone) রিভিউ & ডাউনলোড

বর্তমানে স্মার্টফোন গুলোতে ভাল মানের ক্যামেরা থাকে। আমরা নানা কারনে অনেক ছবি তুলি। কিন্তু সব সময় ছবি আমাদের তোলা ছবি গুলো মন মত হয়না! তাই আমরা ছবি এডিট করতে চাই। আর ছবি এডিট করার জন্য অনেক অ্যাপ আছে। কিন্তু সব অ্যাপ গুলো ভাল হয় না। আজ আপনাদের জন্য নিয়ে এলাম অন্যতম সেরা ফটো এডিটিং অ্যাপ।… Adobe Photoshop Touch for Phone!!! যার প্লে স্টোর মুল্য ৫ ডলার!













ফিচারঃ
১) এই অ্যাপ এ পাচ্ছেন নানারকম ফটোশপ ফিচার যেমনঃ লেয়ার, সিলেকশন টুল, এবং নানারকম ফিল্টার যা ছবিকে করবে আকরষনীয়!!
২) ক্লাসিক ফটোশপ ফিচারের মাধম্যে ছবি হবে আরো দারুন!! ছবিতে যুক্ত করুন টেক্সট , স্ট্রোকস, ফেইডস ইত্যাদি!

৩) Photoshop Touch এর দ্বারা ছবিতে দিন নানা ইফেক্ট, সাথে আছে ফিল্টারিং ব্রাশ!! মানে , ছবিকে ক্রিয়েটিভ করার অনেক উপাদানের সম্ভার আছে Photoshop Touch এ।
৪) Photoshop Touch এর সাহায্যে মুহুরতেই দুটি ছবিকে জোড়া দিতে পারেন। রিফাইন এজ ফিচারের দ্বারা কিছু সিলেক্টিভ অংশেও এডিট করতে । যেমনঃ মাথার চুল
৫) এই অ্যাপ এর সাথে পাচ্ছেন ফ্রি দুই জিবি ক্লাউড স্টোরেজ। তাই সহজেই আপনার ফটোগুলো ক্লাউডে সেভ করতে পারেন।
৬) সর্বচ্চো ১২ মেগাপিক্সেল এর ছবি এডিট করার সুবিধা আছে!!












Developer: Adobe Systems
Google Play Store Rating: 3.9/5
Play store price: 4.99
Now Download for free
Adobe Photoshop Touch

Trusty Mart Bangladesh

পস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা যদি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি তাহলে আমরা ধন্য, আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন আসা করি,ভাল থাকবেন আমাদের পাশে থাকবেন...

0 comments :

Post a Comment

 

Copyright © 2011-2014 সফ্টওয়ার মেলা .