অটোপ্লে অপশনটি অতি গুরুত্বপূর্ণ এবং কাজ সহজ করে সময় বাচায়। কিন্তু মাঝে মাঝে এটি ভাইরাস ঢুকার একটি সহজ মাধ্যম হতে পারে। তাই এটি ডিজেবল করে রাখাটাই শ্রেয়। তবে এটা আপনার পছন্দের উপর নির্ভরশীল।
চলুন দেখি আপনার পিসিতে কিভাবে অটোপ্লে বন্ধ করবেন।
১) স্টার্ট এ যান
২) উইন্ডোজ কী +R চেপে রান এ যান
৩) এখন gpedit.msc টাইপ করুন
৪) Administrative Templates এ ক্লিক করুন
৫) Windows Components এ ক্লিক করুন
৬) এখন Autoplay Policies এ যান
৭) Turn off Autoplay তে ক্লিক করে এনাবল্ড করে দেন
৮) Ok তে ক্লিক করে বেড়িয়ে আসুন
এইতো শেষ। আপনার পেনড্রাইভের মাধ্যমে ভাইরাস ঢুকার উপর নিষেধাজ্ঞা জারি হয়ে গেল

0 comments :
Post a Comment