. ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ(পেন-ড্রাইভ/মেমরি-কার্ড)থেকে পিসিতে উইন্ডোজ ইন্সটল করার নিয়ম ~ সফ্টওয়ার মেলা

ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ(পেন-ড্রাইভ/মেমরি-কার্ড)থেকে পিসিতে উইন্ডোজ ইন্সটল করার নিয়ম

আমরা অনেকেই ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ
(পেন-ড্রাইভ/মেমরি-কার্ড)
থেকে পিসিতে উইন্ডোজ ইন্সটল
করে থাকি । এর সুবিধা হল Pen Drive
দিয়ে DVD এর চেয়ে দ্রুত ও নিরাপদ
ভাবে পিসিতে উইন্ডোজ ইন্সটল করা যায়
। আবার যাদের পিসির CD/DVD-RW নষ্ট
হয়ে গিয়েছে কিংবা যারা নোটবুক
ব্যবহার করেন, তাদের জন্য USB Flash Drive
থেকে উইন্ডোজ ইন্সটল করাই
সবচেয়ে সুবিধাজনক ও কার্যকারী উপায় !
কিন্তু USB Flash Drive থেকে উইন্ডোজ ইন্সটল
করার জন্য প্রথমে USB Flash Drive
টিকে BOOTABLE করে নিতে হয় ।
এটি বিভিন্নভাবে করা যায় ।
তবে যারা এ বিষয়ে নতুন, তাদের জন্য
এটি অনেক সময় বেশ ঝামেলার ব্যাপার
হয়ে দাড়ায়(প্রথম প্রথম আমার কাছেও
হয়েছিল । কয়বার যে ব্যর্থ হয়েছিলাম,
তা এই মুহূর্তে মনে নেই !) । কিন্তু আমি আজ
যে সিস্টেমের কথা বলব,
তাতে কম্পিউটার সম্পর্কে সম্পূর্ণ নতুন
ব্যক্তিও খুব সহজেই ফ্ল্যাশ ড্রাইভ BOOTABLE
করতে সক্ষম হবেন ।
আর এ জন্য আপনাকে "1 Click Bootable FlashDrive
Maker" সফটওয়্যারটি ব্যবহার করতে হবে ।
নাম শুনেই হয়ত সফটওয়্যারটির কাজের ধরণ
বুঝে গেছেন । তারপরেও একটু বিস্তারিত
বলছি... ।
* "1 Click Bootable FlashDrive Maker" এর বৈশিষ্ট্য
সমূহ:
১ । শুধুমাত্র একবার ডাবল ক্লিক করেই
ফ্ল্যাশ ড্রাইভ(পেন-ড্রাইভ/মেমরি-কার্ড)
বুটেবল করা যাবে ।
২ । খুব কম সময় লাগে । মাত্র ২/৩
সেকেন্ডের মধ্যেই ফ্ল্যাশ ড্রাইভ বুটেবল
করতে সক্ষম ।
৩ । একবার ডাবল ক্লিক করেই
একসাথে সর্বোচ্চ ৫ টি ফ্ল্যাশ ড্রাইভ
বুটেবল করা যাবে ।
৪ । ফ্ল্যাশ ড্রাইভ বুটেবল করতে ফ্ল্যাশ
ড্রাইভ ফরম্যাট করার প্রয়োজন হয় না । ধরুন,
আপনি পেন-ড্রাইভ BOOTABLE করার আগেই
Windows installation
ফাইলগুলো ম্যানুয়ালি পেন-ড্রাইভ
কপি করে ফেলেছেন । এ অবস্থায় আপনি ঐ
পেন-ড্রাইভে থাকা ফাইলগুলো সম্পূর্ণ
অক্ষত রেখেই পেন-ড্রাইভটি BOOTABLE
করতে পারবেন ।
৫ । ১০০% ভাইরাসমুক্ত ফ্রীওয়্যার সফটওয়্যার

* যেভাবে কাজ করবেন:
১ । প্রথমে এই http://goo.gl/01vZQ9 লিঙ্ক
থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন ।
(ডাউনলোড পেজের উপরে থাকা বড়
Download/Play Now বাটনে ক্লিক করবেন না ।
বড় Download বাটনের
নিচে থাকা অপেক্ষাকৃত ছোট Download
বাটনে ক্লিক করবেন) । সফটওয়্যারটির
সাইজ: 258KB
২ । ডাউনলোড হয়ে গেলে "1 Click Bootable
FlashDrive Maker" সফটওয়্যারটি Double Click
করে Run করুন । একটা মেসেজ আসবে ।
ওটা পড়ে OK তে ক্লিক করুন ।
৩ । এরপরে আরেকটি মেসেজ বক্স আসবে ।
মেসেজ বক্সটি ভালো করে পড়ুন ।
সেখানে আপনাকে আপনার পিসির
ইউএসবি পোর্টে USB FlashDrive(পেন-
ড্রাইভ/মেমরি-কার্ড)
লাগাতে বলা হবে । যে পেন-ড্রাইভ/
মেমরি-কার্ডগুলো BOOTABLE করতে চান,
সেগুলো ইউএসবি পোর্টে লাগান ।
৪ । এরপরে OK তে ক্লিক করুন । ২/৩
সেকেন্ডের মত অপেক্ষা করুন । তাহলেই
আপনি একটা কনফার্মেশন মেসেজ
পেয়ে যাবেন । ব্যাস, BOOTABLE প্রসেস
কমপ্লিট !
৫ । এরপরে উইন্ডোজ সেটআপের DVD এর
মধ্যে থাকা ফাইলগুলো সাধারণভাবে
পেন-ড্রাইভ/মেমরি-কার্ডে কপি করুন । আর
ঐ ফাইলগুলো যদি আগের থেকেই পিসির
হার্ডডিস্কে কপি করা থাকে,
তাহলে আপনি হার্ডডিস্ক থেকেও পেন-
ড্রাইভ/মেমরি-
কার্ডে কপি করতে পারবেন । আর আপনার
কাছে যদি Windows Setup এর ISO image ফাইল
থাকে, তাহলে সেটা Winrar/7Zip
দিয়ে Extract করে Extractকৃত
ফাইলগুলো পেন-ড্রাইভ/মেমরি-
কার্ডে কপি করবেন ।
৬ । এরপরে পিসি রিস্টার্ট করে পেন-
ড্রাইভ/মেমরি-কার্ড থেকে বুট করুন
এবং সাধারণ নিয়মে উইন্ডোজ ইন্সটল করুন ।
* সতর্কতা:
১ । যাদের পিসিতে একের অধিক Internal
Hard Disk লাগানো আছে,
তারা এটি না ব্যবহার করলেই ভালো হয় ।
২ । এই অ্যাপ্লিকেশানটি রান করার সময়
পিসির ইউএসবি পোর্ট থেকে এক্সটারনাল
ইন্টারনেট মোডেম, অপ্রয়োজনীয় কার্ড
রিডার, ফোনের ডাটা কেবল এসব USB
ডিভাইস সাময়িকের জন্য বিছিন্ন
করে রাখলে ভালো হয় ।
* সমস্যা হলে:
এই Application টি Windows VISTA, Windows 7,
Windows 8, Windows 8.1 এর
ক্ষেত্রে সফলভাবে কাজ করেছে ।
সুতরাং কোন সমস্যা হবার কথা না ।
তারপরেও এটির ব্যাপারে কোন সাহায্য
দরকার হলে আমার সাথে যোগাযোগ
করতে পারেন

Trusty Mart Bangladesh

পস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা যদি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি তাহলে আমরা ধন্য, আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন আসা করি,ভাল থাকবেন আমাদের পাশে থাকবেন...

0 comments :

Post a Comment

 

Copyright © 2011-2014 সফ্টওয়ার মেলা .