বিভিন্ন মানুষের বিভিন্ন শখ থাকতে পারে, তার মধ্যে ফটোগ্রাফি অন্যতম । ফটোগ্রাফি কে শুধু শখ হিসেবে নয় আজকাল অনেকে পেশা হিসেবে নিয়েছে। অনেকেই মনে করেন ভালো DSLR ক্যামেরা না থাকলে ভালো ফটোগ্রাফার হওয়া যায় না কিন্তু এই ধারনা ভুল কেননা সুন্দর কলম থাকলেই যে সুন্দর লেখা হবে এমন কিন্তু নয় । ভালো ফটোগ্রাফার হতে চাইলে সবার আগে আপনার প্রয়োজন সুন্দর দৃষ্টিভঙ্গি । মনে রাখবেন , গলায় DSLR ঝুলালেই ফটোগ্রাফার হওয়া যায়না। হতে পারে আপনার DSLR নেই তাতে কি? আপনার আপনার শখের মোবাইল তো আছে । সুন্দর ফটোগ্রাফির জন্য DSLR থাকা জরুরি নয়। সুন্দর দৃষ্টিভঙ্গি থাকলে আপনি আপনার মোবাইল দিয়েও অনেক সুন্দর ছবি তুলে তাক লাগিয়ে দিতে পারেন সবাইকে । মোবাইল দিয়ে ভালো ছবি তুলতে চাইলে কিছু টিপস মেনে চলুন একদিন হয়ত আপনিও হয়ে যেতে পারেন দেশবরেণ্য ফটোগ্রাফার।
১।ফটোগ্রাফির মূল বিষয় হল আলো তাই আপনাকে প্রথমে লক্ষ করতে হবে আলো কোন দিক থেকে আসছে , আপনাকে খেয়াল করতে হবে সাবজেক্টের উল্টা দিক থেকে যেন আলো আসে তাহলে সাবজেক্ট স্পষ্ট আসবে । যদি সাবজেক্টের পেছনে আলোর উৎস থাকে তাহলে সাবজেক্ট স্পষ্ট আসবেনা এবং ব্যাকগ্রাউন্ড জ্বলে যাবে।
২। ছবি তোলার সময় হাত কাঁপলে ছবির মান খারাপ হবে । তাই ছবি তোলার সময় হাত কাপাকাপি করলে প্রয়োজনে ট্রাইপড বা অন্য কিছু ব্যাবহার করুন সাপোর্ট দেয়ার জন্য।
৩।ছবি তোলার সময় ব্যাকগ্রাউন্ড কে গুরুত্ব দিন ব্যাকগ্রাউন্ড হাল্কা না হলে আপনার সাবজেক্টটি মর্যাদা হারাতে পারে।
৪। ছবি তোলার সময় জুম ব্যবহার না করাই ভালো।
৫। যতদূর সম্ভব কাছ থেকে ছবি তোলার চেষ্টা করুন।
৬। বিভিন্ন আঙ্গেল থেকে ছবি তোলার চেষ্টা করুন।
৭। খেয়াল করুন আপনার মোবাইলের লেন্সে কোন ময়লা আছে কিনা, ময়লা থাকলে ছবি ঘোলা হবে।
৮। সব সময় খেয়াল রাখবেন ফোকাস যেন আপনার মূল সাবজেক্টের উপর হয়।
৯। যতদূর সম্ভব উচ্চ রেজুলেশনে ছবি তুলুন । ছবির সাইজ নিয়ে কিপ্টেমি করবেন না।
১০। প্রচুর ছবি তুলুন এতে আপনার হাত পাকা হবে।
১১। ছবি তোলার পর আরও সুন্দর করতে সামান্য এডিট করা যেতে পারে , তবে বেশি এডিট করলে ছবি খারাপ হয়ে যেতে পারে।
ধন্যবাদ।
Please Visit : Imran's C a p t u r e
0 comments :
Post a Comment