. Android Phone থেকে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল খুব সহজেই ফিরিয়ে আনুন New System 100% Recovery ~ সফ্টওয়ার মেলা

Android Phone থেকে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল খুব সহজেই ফিরিয়ে আনুন New System 100% Recovery



Android Phone থেকে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল খুব সহজেই ফিরিয়ে আনুন New System 100% Recover
y

এন্ড্রয়েড থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল এন্ড্রয়েড মবাইল দিয়েই খুব সহজেই ফিরিয়ে আনুন
App Name : Disk digger Pro.Apk
এইটা  একটি পেইড Android Apps . কিন্তু আজ আমি আপনাদের এই Apps টি ফ্রীতে দিলাম
এন্ড্রয়েড থেকে অনাকাঙ্ক্ষিত ভাবে ডিলেট হয়ে যাওয়া যেকোন ফরম্যাটের ফাইল এন্ড্রয়েড মবাইল দিয়েই খুব সহজেই ফিরিয়ে আনুন
নিচের লিঙ্ক থেকে  Software  টি নামিয়ে নিন
আগেই বলে দিচ্ছি এটা রুট অ্যাপ অথাৎ রুট ইউজার সবাই এ অ্যাপ ব্যবহার করতে পারেন।
প্রয়োজন আর অপ্রয়োজনের বেড়াজালেই মানুষের জীবন আবদ্ধ। আজ যেটি প্রয়োজনীয় কাল সেটা অপ্রয়োজন হতেই পারে একিভাবে বিপরীত ভাবেও হতে পারে। সে যাহোক। এভাবেই যখন ভুলবশত কোন ফাইল ডিলেট হয়ে যাওয়ার পরে সেটির প্রয়োজন দেখা দেয় তখন আফসোসের আর শেষ থাকেনা। কিন্তু আপনি যদি রুট ইউজার হোন তাহলে এই আফসোস না করলেও চলবে।কারণ আপনার জন্য রয়েছে এই সমস্যার ই উত্তম সমাধান।
Disk Digger Pro প্রায় দেড় থেকে দুই বছর জনপ্রিয়তার শীর্ষে থাকার পরেও ফাইল রিকোভারির সেরা অ্যাপ Disk digger তার বেটা ভার্সনে ছিলো। কিন্তু নিকট অতীতে এটি পূর্ণাঙ্গ ভার্সনে প্রকাশ পায়। আর এর কাজ নিয়ে কারো রি সন্দেহ নেই কারণ ফাইল রিকোভারির জন্য প্রথম পছন্দই এই অ্যাপ। এর মাধ্যমে আপনি প্রায় সকল ফরম্যাটের অডিও, ভিডিও, পিকচার, এপিকে ফাইল রিকোভার করতে পারবেন! ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। ভাল থাকবেন। আজকের মত এখানেই বিদায়।

Trusty Mart Bangladesh

পস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা যদি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি তাহলে আমরা ধন্য, আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন আসা করি,ভাল থাকবেন আমাদের পাশে থাকবেন...

0 comments :

Post a Comment

 

Copyright © 2011-2014 সফ্টওয়ার মেলা .