
ইদানিং একটা বিষয় খুবই চোখে পড়ছে, আর সেটি হলো একজন আরেকজনের ফেসবুক আইডি হ্যাক করতেছে।
আইডি হ্যাক করে বিভিন্ন স্ক্রিন শট দিয়ে মানুষকে ভয় ভীতি দেখাচ্ছে।
মানুষ এখন বন্ধুকের গুলির চেয়ে স্ক্রিনশটকে বেশী ভয় পায়। যাই হোক বেশী বকবক করে ফেললাম।
চলুন আমরা এখন আসল কথায় আসি, আজ আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করবো,
যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক আইডি যে কোন প্রকার হ্যাক থেকে বাঁচাতে পারবেন।
কেউ যদি আপনার পাসওয়ার্ড ও জানে তাহলেও আপনার আইডিতে ঢুকতে পারবে না।
টিপসটি হয়তো অনেকেই জানেন, যারা জানেন তারা পাশে থাকুন। আর যারা জানেন না তারা নিচের ভিডিওটি পুরোপুরি দেখুন
ইন শা আল্লাহ্ কাজে আসবে।



0 comments :
Post a Comment