. Symphony মোবাইল ব্যবহারকারীদের জন্য পিসির মডেম ড্রাইভার ~ সফ্টওয়ার মেলা

Symphony মোবাইল ব্যবহারকারীদের জন্য পিসির মডেম ড্রাইভার

আমাদের দেশে সিম্ফনি ব্র্যান্ডের মোবাইল ব্যবহারকারি নেয়ায়েত কম নয়। মাত্র ক'বছর আগে যাত্রা শুরু করা সিম্ফনি তাদের মোবাইলের দাম ও ডিজাইনে বাংলাদেশের বাজার মাত করে দিয়েছে। দামে কম হলেও অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের তুলনায় সিম্ফনি কিন্তু বেশ টেকসই। ব্যাটারি লাইফ বেশ ভাল।

সিম্ফনির ব্যবহারযোগ্যতা বেশ সন্তোষজনক হওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলোতে এবং ছাত্রদের মাঝে সিম্ফনি বেশ জনপ্রিয়। এমনকি সিম্ফনি বর্তমানে নকিয়ার উপরে মার্কেট শেয়ার অর্জন করেছে বলেও তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে। সস্তায় জিপিআরএস(GPRS) ও এজ(EDGE) সুবিধা পাওয়ায় এসব মোবাইল এখন নিত্যদিনকার অংশ। কিন্তু সমস্যা হল এর মডেম ড্রাইভার তেমন একটা পাওয়া যায় না।
PROGmaatic Developer Network সিম্ফনির জন্য তৈরি করেছে সিম্ফনি মডেম ড্রাইভার। এটি শুধু বাংলাদেশের যে কোন মোবাইল অপারেটরে কাজ করে। একদম হালকা ইন্টারফেইসের এই সফটওয়্যারটি ব্যবহার করাও খুব সহজ।
  • প্রথমে এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করুন।
  • সফটওয়্যার টি ইন্সটল করে রান করুন। দেখুন এরকম দেখাবে।

  • এবার আপনার ফোনটি কানেক্ট করুন। COM port কানেকশন টাইপ হিসেবে সিলেক্ট করুন।

  • এবার আপনার নেটওয়ার্ক অপারেটর সিলেক্ট করে কানেক্ট দিন। কিছুক্ষন অপেক্ষা করুন। দেখবেন আপনি কানেক্টেড। এবার ইন্টারনেট ব্যবহার শুরু করুন।

Trusty Mart Bangladesh

পস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা যদি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি তাহলে আমরা ধন্য, আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন আসা করি,ভাল থাকবেন আমাদের পাশে থাকবেন...

0 comments :

Post a Comment

 

Copyright © 2011-2014 সফ্টওয়ার মেলা .