. সহজেই রুট করুন সিম্ফনি এক্সপ্লরার W05, W10, W25 [Updated] ~ সফ্টওয়ার মেলা

সহজেই রুট করুন সিম্ফনি এক্সপ্লরার W05, W10, W25 [Updated]

  প্রথমেই বলে রাখি, রুট করার ফলে আপনার ফোন এর ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। তাই নিজ দায়িত্তে কাজ টি করবেন,টিউনার কোনোভাবেই দায়ী নয় । ত চলুন শুরু করি।
(!) প্রথমে http://db.tt/Ijsc9vCd থেকে আপনার ফোন এর PC Suite নামিয়ে নিন। পিসি সুইট আপনার ফোনের driver পিসি তে ইনস্টল করবে । পিসি সুইট এর কাজ এখানেই শেষ ।
(!) এখন http://www.mediafire.com/?l291ej5damzoujk থেকে SuperOne click অ্যাপ টি নামিয়ে নিন।
(!) ঝটপট করে Symphony PC Suite এবং super one click ইনস্টল করে ফেলুন।
(!) এখন আপনার ফোন Setting > Application > Devekopement > USB Debugging মার্ক করুন।
(!) এখন আপনার ফোনটি USB data cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন। পিসি সুইট ওপেন করার দরকার নেই ।





(!) Superoneclick.exe ওপেন করে Root বোতাম টি চাপুন। সবকিছু ঠিক থাকলে Rooting শুরু হয়ে যাবে। রুটিং করতে মিনিট খানেক লাগতে পারে ।
(!) রুট করা হয়ে গেলে ফোনে টি পিসি থেকে খুলে একবার রিস্টার্ট করে নিন। সফল্ভাবে রুট হলে Application লিস্ট Superuser নামের একটি অ্যাপ দেখতে পাবেন।

Trusty Mart Bangladesh

পস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা যদি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি তাহলে আমরা ধন্য, আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন আসা করি,ভাল থাকবেন আমাদের পাশে থাকবেন...

0 comments :

Post a Comment

 

Copyright © 2011-2014 সফ্টওয়ার মেলা .