. খুব সহজেই রুট করুন Symphony W10 অ্যান্ড্রয়েড মোবাইল !!! ~ সফ্টওয়ার মেলা

খুব সহজেই রুট করুন Symphony W10 অ্যান্ড্রয়েড মোবাইল !!!


Symphony W10 হল কমদামের মধ্যে অন্যতম ভালো অ্যান্ড্রয়েড ফোন ।
আপনার Symphony W10 অ্যান্ড্রয়েড  মোবাইলটি রুট করতে নিচের প্রক্রিয়া অনুসরণ করুন :

>> প্রথমেই এখান থেকে আপনার কম্পিউটারে USB driver, SuperOne Click & SDK ডাউনলোড করে নিন ।
>> আপনার ফোন এর Settings>Developer Options এ যেয়ে USB Debugging On চালু করুন ।
>> এখন ফোনটি আপনার কম্পিউটারে কানেক্ট করুন এবং Notification থেকে USB Options এ গিয়ে Media Deviceটি Select করুন
>> আপনার কম্পিউটারে USB driver, SuperOne Click & SDK ইন্সটল করুন ।
>> এবার SuperOne Click রান করুন ।
>> এবার রুট বাটনে ক্লিক করুন ।
>> এ পর্যায়ে আপনার ফোন Restart নিতে পারে । ভয় পাবেন না। কয়েকবার Restart নেওয়ার পর Root হবে।
*** রুট করলে আপনার ফোনের ওয়ারেন্টি নষ্ট হয়ে যাবে । 

Trusty Mart Bangladesh

পস্টটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা যদি আপনাকে একটু হলেও সাহায্য করতে পারি তাহলে আমরা ধন্য, আপনার মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন আসা করি,ভাল থাকবেন আমাদের পাশে থাকবেন...

0 comments :

Post a Comment

 

Copyright © 2011-2014 সফ্টওয়ার মেলা .