স্টক রম কি এবং কেন??
স্টক রম হচ্ছে মোবাইল ফোন কোম্পানি কর্তৃক প্রদত্ত রম যা অনেকটা STABLE। এই রম সম্পুরন বাগ মুক্ত এবং এতে আপনার মোবাইল ফোন ব্যাবহারের পূর্ণ স্বাধীনতা দেয়া হয় না, যার ফলে আমাদেরকে রুট করতে হয়।।
আপনি যদি আপনার ফোনটি রুট করে থাকেন তবে স্বভাবতই আপনি আপনার ফোন কোম্পানি কর্তৃক প্রদত্ত ওয়ারেন্টি সার্ভিসটি আর পাবেন নাহ। সেক্ষেত্রে আপনি হয় স্টক রম এ ফিরে যাবেন নাহলে ফ্ল্যাশ করে মোবাইল ঠিক করতে হবে।। তাই আজ আমি আপনাদের শিখাব কিভাবে আপনার ব্রিক হয়ে যাওয়া ফোনটি ঠিক করবেন।।
১। প্রথমে নিচের টুল গুলি ডাউনলোড করে নিন।।
i) http://www.mediafire.com/download/ygwak6955o3w4dx/MT6572_USB_VCOM_drivers_BY_chowdhury_somrat.rar
ii) http://www.mediafire.com/download/eyex9rbwvxba9qw/SP_Flash_Tool_v3.1332.0.187.rar
iii) http://www.mediafire.com/download/xlhisurkmu7lb7c/Symphony-W68_0_XXX_V01.0_1_04+by+helpful-man.rar
ii) http://www.mediafire.com/download/eyex9rbwvxba9qw/SP_Flash_Tool_v3.1332.0.187.rar
iii) http://www.mediafire.com/download/xlhisurkmu7lb7c/Symphony-W68_0_XXX_V01.0_1_04+by+helpful-man.rar
২। এবার ইউ.এস.বি VCOM DRIVER ইন্সটল দিন।
৩। স্টক রমটি UNZIP/UNRAR/EXTRACT করুন।
৪।SP Flash tool ওপেন করুন,
SCATTER-loading এ ক্লিক করে স্টক রম এর ভিতরে MT6572_Android_scatter ফোল্ডারটি সিলেক্ট করে দিন।

৫। ডাউনলোড বাটন এ ক্লিক করে আপনার ফোনটি বন্ধ রাখা অবস্থায় ডাটা কেব্ল দিয়ে কম্পিউটার এ সংযুক্ত করুন।। ফ্ল্যাশ শুরু হয়ে যাবে।। ফার্মওয়্যার আপডেট লেখা উঠলে বুঝবেন ফ্ল্যাশ হয়ে গেছে।। এবার আপনার ফোনটি চালু করুন আর দেখুন ম্যাজিক।।
