এই
Tutorial এ ব্যতিক্রমী Rooting প্রক্রিয়া বর্ণনা করা হয়েছে। এটি Android এর
জন্য "Custom Recovery System" ইন্সটল করার মাধ্যমে রুট করার প্রক্রিয়া।
বিশেষ করে যেসব Android Device সাধারন Exploit ব্যবহার করে Root করা সম্ভব
হয়না তাদের ক্ষেত্রে এ পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে Symphony Xplorer W35 সহ প্রায় সকল MT6575 Chipset বিশিষ্ট Android Device রুট করা সম্ভব।

Root:
এন্ড্রয়েড ডিভাইসে সিস্টেম ফাইল এডিট করার পারমিশন আদায় করাকে Root করা বলে।
Advanced
Apps Install, RAM/Gaming/Multitasking/System Performance Optimize ও
Customization ইত্যাদি কাজের জন্য Root Privileges প্রয়জন হয়।
ফোন ম্যানুফ্যাকচাররা Root করে দেয়না কারন এতে Device টি Vulnerable হয়ে যায় যাতে Virus এবং Malware আক্রমন করার সুযোগ পায় এছারাও আর কিছু সমস্যা হতে পারে।
ফোন ম্যানুফ্যাকচাররা Root করে দেয়না কারন এতে Device টি Vulnerable হয়ে যায় যাতে Virus এবং Malware আক্রমন করার সুযোগ পায় এছারাও আর কিছু সমস্যা হতে পারে।
তাই Root করার জন্য অবশ্যই আপনাকে Android এর Advanced ব্যবহারকারী হতে হবে যাতে আপনি এসব বিষয় নিয়ন্ত্রণ করতে পারেন।
Custom Recovery:
Custom Recovery:
Android এর Recovery System বুট পার্টিশনে অবস্থান করে। অ্যান্ড্রয়েড বুট হওয়ার আগে কয়েকটি নির্দিষ্ট কী এর কম্বিনেশন ব্যবহার করে আপনি রিকভারি মোডে যেতে পারেন (যেমনঃ "Power Button + Volume+ Button" একসাথে চেপে ধরে, এই কম্বিনেশন Device ভেদে পার্থক্য রয়েছে) । Stock Recovery System (যা সেটের সাথে দেয়া থাকে) দিয়ে ফ্যাক্টরি রিসেট, ডাটা ব্যাকআপ/রিস্টোর এই রকমের মাত্র কয়েকটি কাজ করা যায়।
আর Custom Recovery System দিয়ে Root, পার্টিশন/ন্যানড্রয়েড ব্যাকআপ, কাস্টম রম, কার্নেল, বিভিন্ন মড, Flashable Zip ইন্সটল ইত্যাদি এডভান্সড ফিচারগুলো করা যায়।
সতর্কবানী:
রুট করার পর
আপনার Android Device এর Warranty চলে যায়, তবে পরে Unroot করলে Warranty
নিয়ে ভয় নেই। কিন্তু "Custom Recovery System" এর মাধ্যমে রুট করার
প্রক্রিয়ায় Warranty ফিরে পাওয়ার জন্য Unroot করা ছাড়াও "Stock Recovery
System" টিকে পুনরায় Flash করতে হয়। দুঃখের বিষয় "Symphony Xplorer W35" সহ
আরও কিছু MT6575 Chipset বিশিষ্ট Android Device এ রুট করার পূর্বে "Stock
Recovery System" এর Backup করার প্রক্রিয়া এখনও পাওয়া যায়নি। তাই যারা
Warranty নিয়ে চিন্তা করেন তারা এই পথে না যাওয়াই ভাল। আর এই পুরো
প্রক্রিয়াটি করতে গিয়ে যদি কারও Device এ কোনো প্রকার ক্ষয়ক্ষতি সাধিত হয়
তাহলে WarezMela™ এর জন্য কোনো প্রকার দায় থাকবে না।
ধাপ ১: এই পুরো প্রক্রিয়াটি তে প্রয়োজনীয় ফাইলগুলো ডাউনলোড করুন এই লিঙ্ক থেকে:
File 1: 7-Zip
File 3: Adb Driver - Universal Android USB Driver
File 4: SP_Flash_Tool_v3.1328.0.183
File 5: Alienoid Recovery System Dev. by enigmansary
File 4: SP_Flash_Tool_v3.1328.0.183
File 5: Alienoid Recovery System Dev. by enigmansary
----ফাইলগুলো ডাউনলোড করে একই ফোল্ডার এ রাখুন।
ধাপ ২:
আপনার পিসি তে 7-Zip ইন্সটল করা না থাকলে ডাউনলোড
করা ফাইল গুলো থেকে "7z925.exe" ফাইলে টিতে ক্লিক করে ইন্সটল করে নিন যা
অন্যান্য ডাউনলোড করা Zip ফাইল গুলো Extract করতে কাজে লাগবে।
ধাপ ৩:
"Windows 7/8 User Settings Tweak" (এই ধাপ Windows XP ব্যবহারকারীদের
জন্য নয়) এটা করার জন্য আপনার উইন্ডোজ এর Control Panel > User
Accounts এ যান এখন নিন্মের Screenshots অনুযায়ী কাজগুলো করুন।


ধাপ ৪: USB Debugging On করুন।
ধাপ ৫: এবার নিন্মে দেয়া লিঙ্ক হতে Video Tutorial টি দেখে অথবা ডাউনলোড করে দেখে বাকী কাজগুলো সারুন।


ধাপ ৪: USB Debugging On করুন।
ধাপ ৫: এবার নিন্মে দেয়া লিঙ্ক হতে Video Tutorial টি দেখে অথবা ডাউনলোড করে দেখে বাকী কাজগুলো সারুন।
***Video Tutorial টি তে দেওয়া নিয়মগুলো ঠিকমত করতে পারলে অবশ্যই আমার Develop করা Custom Recovery (ARS-Alienoid Recovery System) টি বসাতে পারবেন এবং Root হবে। ইনশাল্লাহ।
Copyright © 2014 Softwaremela™ All Right Reserved